Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

আমাদের অর্জনসমূহ :

১. মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক 2018 সালকে pharma sector এর জন্য  product of the year    ঘোষনা করা হয়েছে ।

২. জাতীয় ঔষধনীতি-2016 মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক অনুমোদিত হয়েছে এবং 23/03/2017 তারিখে গ্রেজেট আকারে প্রকাশিত হয়েছে ।

৩. বর্তমান সরকারের সক্রিয় সহযোগীতায় বাংলাদেশের ওষুধ শিল্প দেশের চাহিদার 98% ওষুধ

 দেশেই উৎপাদন করছে । দেশে বর্তমানে প্রায় সকল উন্নত প্রযুক্তির বিভিন্ন ডোজেস ফরমের ওষুধ যথা-

 ভ্যাক্সিন,এন্টিক্যান্সার,ইনসুলিন,হরমোন,এমডিআই,প্রিফিল্ড সিরিঞ্জ ও লায়োফিলাইজড জাতীয় ইঞ্জেশন

 উৎপাদন হচ্ছে ।

            ৪. NCL Bangladesh Accreditation Board ( BAB) কর্তৃক 28 ডিসেম্বর-2017 সালে                Accreditation  অর্জন করেছে ।

৫.বর্তমান সরকারের সক্রিয় উদ্যোগের ফলে দেশীয় ওষুধ শিল্প বর্তমানে ইউরোপ ও আমেরিকা

 উন্নত বিশ্বের 145টি দেশে ওষুধ রপ্তানি করছে এবং রপ্তানির পরিমান ও রপ্তানিকৃত দেশের সংখ্যা উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে ।  

          ৬. ওষুধের কাঁচামালের আমদানি নির্ভরশীলতা কমানো ও উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের  লক্ষ্যে

 বর্তমান সরকারের উদ্যোগে মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় এপিআই (API) পার্ক স্থাপনের কার্যক্রম প্রায় 

 সম্পন্ন হয়েছে ।

      ৭. ফার্মাকোভিজিল্যান্স মনিটরিং এর জন্য বাংলাদেশ WHO Uppsala Monitoring Centre  এর                         120তম পূর্ণ সদ্যপদ অজন করেছে ।ফার্মাকোভিজিল্যান্স গাইডলাইন তৈরী করা হয়েছে । 32 টি হাসপাতাল ও 30 টি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অনলাইনে ADR রিপোট National ADR সেলে জমা দিচ্ছে ।

 রিপোর্টগুলোর casualty assess  করে ব্যবস্থা গ্রহণ এবং  vigiflow তে রির্পোটগুলো আপলোড করা হচ্ছে । 

 

     ৮. ঔষুধের বিরুপ প্রতিক্রিয়া রির্পোট,নকল ঔষধ ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রয়ের বিষয়ে

 অনলাইন ভিত্তিক অভিযোগ দাখিলের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ্যাকসেস টু ইনফরমেশন

 (এটুআই) প্রোগামের সহযোগীতায় মোবাইল এ্যাপস” “Drug Admin ”তৈরী করা হয়েছে ।